Dhandar Thekeo Jotil Tumi Lyrics

Dhandar Thekeo Jotil Tumi Lyrics : Dhandar Thekeo Jotil Tumi Bengali Cover Song sung by Rishi Panda. Original Dhandar Thekeo Jotil Tumi Song sung by Subrata Ghosh. Dhandar Thekeo Jotil Tumi Lyrics written by Joyjit Lahiri. 


Original Song Creadits
Lyrics - Joyjit Lahiri 
Singer - Subrata Ghosh.
Band - Gorer Math / Mohiner Ghoraguli


Dhandar thekeo jotil tumi | Mohiner Ghoraguli | Rishi Panda

Dhandar Thekeo Jotil Tumi Lyrics - Rishi Panda - Subrata Ghosh


ধান্দর থেকিও জোতিল তুমির গানের লিরিক্স বাংলা

(Dhandar Thekeo Jotil Tumi Song Lyrics In Bengali)

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট।
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট।

স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধর
তাইতো বলি আমায় বরং
ঘেন্না কর ঘেন্না কর।

গুনগানের হাজার বুলি, শুধুই সময় নষ্ট
আঁকছো ছবি সমস্ত দিন, রঙ সবই অস্পষ্ট।
সুখের থেকেও হাজার গুনে দুঃখ অনেক ভালো
তাইতো বলি আমায় বরং
ঘেন্না কর ঘেন্না কর।

আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা,
আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা
আমার আসল চেহারা কি চিনতে তুমি পারো?
চিনতে যদি পেরেই থাকো
ঘেন্না কর ঘেন্না কর।

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট।
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট।
স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধর
তাইতো বলি আমায় বরং
ঘেন্না কর ঘেন্না কর।

Dhandar Thekeo Jotil Tumi Bengali Song Video


Note : If You Find Any Mistick Lyrics Of Dhandar Thekeo Jotil Tumi Contect us. 

Post a Comment

Connect with me.

Previous Post Next Post